Wednesday, April 7, 2021

গরুর খামারের বিবেচ্য বিষয়সমূহ


বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং বাংলাদেশের কর্মসংস্থানের  সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। বাংলাদেশের জনগণের একটা বিশাল অংশ তাঁদের জীবনধারণের জন্য কৃষির উপর নির্ভরশীল। একটা সময় কৃষি প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝেই সীমাবদ্ধ ছিলো তবে আজকের চিত্র একেবারেই উল্টো; শিক্ষিত যুবক, নানা পেশা থেকে আগত নতুন উদ্দ্যেক্তাদের বড় বিনিয়োগ, প্রযুক্তি এবং কৃষিবিদদের পরামর্শে আমাদের কৃষি হয়ে উঠেছে আধুনিক কৃষি। বিশ্বের ১ম খাদ্য উৎপাদনকারী দেশগুলোর সাথে পাল্লা দিতে গেলে প্রান্তিক পর্যায় থেকে বড় উদ্যোক্তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।এক্ষেত্রে ছোট বড় সকল খামারি, কৃষক, মৎস্যচাষী, ফলচাষীদের আমাদের তথ্যবহুল ভিডিও চিত্রের দ্বারা তাঁদের সঠিক তথ্য প্রদানের মাধ্যমে কৃষিকার্যক্রম যাতে সহজ হয় সেটি আমাদের উদ্দেশ্য। কৃষক থেকে খামারি,মৎস্যচাষী থেকে ফলচাষী তাঁদের সুবিধা অসুবিধা গুলো তুলে ধরবার মাধ্যম একমাত্র মিডিয়া এবং সরকারি বেসরকারি ডিজিটাল প্লাটফর্ম। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আমাদের কোর্সটি কিছুটা হলেও অবদান রাখবে এবং সবচেয়ে বড়কথা কৃষকরা চান নানাবিধ নিত্যনতুন প্রয়োজনীয় সঠিক তথ্য।

 প্রধান বিবেচ্য বিষয়সমূহ:

১.  ভালো দুগ্ধবতী গাভী চেনার উপায়
২. দুগ্ধবতী গাভীর খাদ্য ও পুষ্টি
৩. গর্ভবতী গাভীর পরিচর্যা
৪. গর্ভবতী গাভীর আরাম ব্যবস্থাপনা
৫. শেড ডিজাইন
৬. বাছুরের যত্ন
৭. ঘাস চাষ
৮. মেসটাইটিস
৯. শাল দুধ পরীক্ষা
১০. টি এইচ আই ভ্যালু
১১. ক্ষুরা রোগ.
১২. বকনাকে বীজ প্রদানের আদর্শ সময়

No comments:

Post a Comment

কানের গঠন ও কাজ

চিত্র : কান বা কর্ণ গঠন: কান বা কর্ণকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।  মানুষের কানের প্রধান তিনটি অংশ হল- (১) বহি:কর্ণ বা কান (২) মধ্যকর্ণ এ...