Tuesday, April 6, 2021

সাধ্যের মধ্যে আশা পূরন

ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলো জানা প্রয়োজন

মূলত একজন নতুন ল্যাপটপ ক্রয়কারী হিসেবে ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলো জানা প্রয়োজন সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা না থাকাটাই স্বাভাবিক।

তবে একটি ভালো মানের ল্যাপটপ ক্রয় করার পূর্বে অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখতে হয়, সেগুলোর মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকটি নিচে মেনশন করা হলো।

  • টাচস্ক্রিন সুবিধা।
  • নকশা এবং ওজন।
  • অপারেটিং সিস্টেম এবং অফার।
  • ব্র্যান্ড।
  • ফিচারস।
  • দাম এবং কনফিগারেশনের মিল ইত্যাদি।

এছাড়াও এসমস্ত বিষয়কে ভালোভাবে রিসার্চ করার জন্য আপনি গুগলে কিংবা ইউটিউবে সার্চ করে এ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারেন।

এবার জেনে নেয়া যাক কয়েকটি বিখ্যাত কোম্পানির কম দামে ল্যাপটপ ক্রয় করার তালিকা সম্পর্কে বিস্তারিত তথ্য।

ডেল ল্যাপটপ

একটি ভালো ল্যাপটপ অপারেটিং কোম্পানি হলো ডেল। ডেল ইন্ডাস্ট্রি যে ল্যাপটপ তৈরী করে সেগুলো বিশ্বমানের এবং এগুলো সর্বাপেক্ষা ভালো হিসেবে বিবেচনা করা হয়।

কম দামে ডেল ল্যাপটপ যদি ক্রয় করতে চান, তাহলে এগুলোর দাম সর্বনিম্ন কত টাকা হতে পারে সেই সম্পর্কে নিচে আলোচনা করা হলো।

Dell Inspiron 14-3462 Pentium Quad Core

Dell Inspiron 14-3462 Pentium Quad Core 14" HD Laptop
  • Dell Inspiron 14-3462 Pentium Quad Core 14" HD Laptop

Dell Inspiron 14-3462 Pentium Quad Core 14" HD Laptop

Price26,500৳
Regular Price28,200৳
StatusDiscontinued
Product Code8310
BrandDell

Features

  • Model: Dell Inspiron 14-3462
  • Intel Pentium Processor N4200 (1.10 GHz up to 2.5 GHz)
  • 4GB DDR3 Ram
  • 500GB SATA HDD
  • 14" HD Led Display


Processor

Intel® Pentium® Processor N4200
 

Display

14 inch HD Display
 

Price

৳ 26,500

Graphics Card

INTEL HD GRAPHICS 505
 

RAM

512GB 5400 rpm HDD
 

Battery

4-Cell Battery (removable)
 

Display Size

14 inch

Operating System

Free Dos

Body Dimensions

Height: 0.92” (23.35mm) X Width: 13.58” (345mm) X Depth: 9.57” (243mm)

Body Weight

1801

No comments:

Post a Comment

কানের গঠন ও কাজ

চিত্র : কান বা কর্ণ গঠন: কান বা কর্ণকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।  মানুষের কানের প্রধান তিনটি অংশ হল- (১) বহি:কর্ণ বা কান (২) মধ্যকর্ণ এ...